মোঃশামীম উদ্দিন (ঈশ্বরদী)পাবনা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে( ১২ই ডিসেম্বর ) বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের সব চেয়ে প্রাচীন হাট মানিকনগর হাট পূনরায় চালু হলো।
প্রায় এক যুগ পরে মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে হাটে এসেছেন। সারাদিন ক্রেতা বিক্রেতার পদধুলিতে মুখরিত হটে ওঠে হাট প্রাঙ্গন। হাটটি চালু হওয়ায় এলাকাবাসী অনেক আনন্দিত। তারা জানান,তাদের অনেক দূর বাজার করতে যেতে হতো এখন হাট চালু হওয়ায় তাদের আর দূরে যেতে হবে না।
হাটের সবচেয়ে পুরাতন সবজী বিক্রেতা হালিম জানান, হাট পুনরায় চালু হওয়ায় সে খুব আনন্দিত। মাছ বিক্রেতা বাশার ও মহন জানান অনেক ক্রেতা আসায় বেচাকেনা ভালো হচ্ছে।
হাট কমিটির আহ্বায়ক আরিফ মহলদার (মেম্বার) ও সদস্য রিয়াজুল বিশ্বাস বলেন মানিকনগর বাসীর প্রানের দাবী ছিলো এ হাট যেন পুনরায় চালু হয়। আজ আমরা গর্বিতা যে দীর্ঘ প্রচেষ্টায় তাদের এ আাশা পূরন হচ্ছে। তারা বলেন আগের মতই প্রতি সোমবার ও বৃহস্পতিবার এ হাট চলবে।