মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

ঈশ্বরদীতে এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড !

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে /

মোঃশামীম উদ্দিন (ঈশ্বরদী) পাবনাঃ ঈশ্বরদী অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। উপজেলায় গত দু’দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাপনে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ভোর থেকে ঘন কুয়াশা আর দমকা হাওয়ায় রাস্তাঘাট এবং বাজারে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। আজ সাড়াদিনেও সূর্যের দেখা পাওয়া যায়নি। সেই সঙ্গে হিম বাতাস প্রবাহিত অব্যাহত রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষদের।

এছাড়া প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। সড়কেও যানবাহন ও লোকজনের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। রাস্তায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তা নাজমুল হক জানান, পরপর তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। কিছুদিন পর ঈশ্বরদীতে তাপমাত্রা আরো নিচে নেমে আসতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD