বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

শ্রীপুরে হাসপাতাল থেকে টাকা চুরির ঘটনায় আসামী গোপালগঞ্জ থেকে গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৫ বার পড়া হয়েছে /

আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত অত্যন্ত স্বনামধন্য আল-হেরা হাসপাতাল থেকে নগদ ১০ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনায় আসামী মওদুদ মাহমুদ সবুজ(৩৮)কে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আসামী মওদুদ মাহমুদ সবুজ খুলনা সদর উপজেলার মনিহারপুর গ্রামের মৃত নূর মুহাম্মদ মোল্লার ছেলে।সে আল-হেরা হাসপাতালের হিসাব বিভাগে কর্মরত ছিল।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মন্জুরুল ইসলাম বলেন,তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ১৮ ডিসেম্বর বুধবার গোপালগঞ্জের লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করি। এসময় তার কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ও এক লাখ চুয়াত্তর হাজার চারশত চুরাশি টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লিয়াকত আলী জানান,টাকা চুরির প্রায় পনের দিনের মাথায় আমরা তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে আসামিকে ধরতে সক্ষম হয়েছি।পরে শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD