শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

বাগমারা রাজশাহীর শালিকা দুলাভাই বগুড়ার ইসলামপুরে আটক

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৮৮৩ বার পড়া হয়েছে /

রাজশাহীর বাগমারা থানা পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত মামলার এক মেয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম মোঃ কুরবান শেখ নয়ন(২৪), পিতা-মোঃ আব্দুল মান্নান শেখ, সাং-খলিফাপাড়া, থানা-আত্রাই, জেলা-নওগাঁ। উল্লেখ্য, উদ্ধারকৃত ভিকটিম ও অপহরণকারী সম্পর্কে দুলাভাই-শালিকা। গত ২৫-০৫-২০২০ খ্রিঃ উক্ত গ্রেফতারকৃত আসামি ঈদ উপলক্ষে ঘুরতে যাওয়ার নাম করে কৌশলে বাগমারা এলাকা হতে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আটককৃত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে স্বামীসহ আরো কয়েকজনকে অভিযুক্ত করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব এর দিকনির্দেশনায় বাগমারা থানার এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় গত ০৯-০৬-২০২০ খ্রিঃ বগুড়া সদর থানার ইসলামপুর হরিদারি এলাকা হতে উক্ত ভিকটিম ও আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার
ইফতেখার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, তাদের আটক পর যথারীতি জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD