রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

সালথায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, বর ও ক‌নের বাবা‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৯২০ বার পড়া হয়েছে /

ফরিদপুরের সালথা উপজেলায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকারে এর হস্ত‌ক্ষে‌পে বাল্য‌বিবাহ বন্ধ হয়। এসময় বাল্য বি‌য়ের অপরা‌ধে বর‌কে আটক করা হয়, পরব‌র্তি‌তে মুচ‌লেকা ও জরিমানায় তি‌নি মুক্ত হন।

উপ‌জেলার বল্লভদি ইউনিয়নের সোনাতন্দী গ্রামে বাল্যবিয়ের আ‌য়োজ‌নের ঘটনার ঘ‌টে। নাবালিকা ঐ মেয়েটি মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী এবং সোনাতন্দী গ্রামের এক কৃষকের মেয়ে।

এই ঘটনায় বর আ‌নিস ফ‌কির’কে ৫০০০ টাকা, এবং ক‌নের বাবা মোসা‌রেফ মুন্সি’কে ৫০০০ টাকা জ‌রিমানা করা হয়। ভ‌বিষ্য‌তে এরকম ঘটনা ঘটা‌বে না এই মূ‌লে মুচ‌লেকা নেওয়া হ‌য়ে‌ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কনের বয়স না হওয়ায় বাল্যবিয়ে বন্ধ করা হয়েছ। বিদ্যালয় সুত্রে মেয়েটির জন্ম ১০/০৬/২০০৭ ইং। তা‌দের সতর্ক করা হ‌য়ে‌ছে। বাল্য‌বি‌য়ের কার‌নে বর এবং ক‌নের বাবা‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD