শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

রাজশাহী পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে মৃত এ এস আই এর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৮৯১ বার পড়া হয়েছে /

রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের নিজেস্ব উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধের সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন কালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অকালে জীবন উৎসর্গকারী রাজশাহী জেলা পুলিশের এএসআই মোঃ আব্দুল কালাম এর পরিবারকে রাজশাহী জেলা পুলিশ সুপার নিজ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।

আজ০৬জুলাই সোমবার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের এএসআই মো: আবুল কালাম আজাদ এর পরিবারবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যার ।
এইসময় জেলা পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের ভূমিকা অনেক ।
সকলকে নিরাপদে থেকে তার যথাযথ দায়িত্ব পালন করতে অনুরোধ করেন। এবং দেশের মানুষের প্রতিও আহ্বান জানান বিনা প্রয়োজনে বাসার বাইরে না যেতে এবং যথাযথ স্বাস্থ্য সেবা মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD