ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক তরুন প্রজন্মের কবি শাহদাব আকবর লাবু চৌধুরীর ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।
শাহাদাব আকবর লাবু চৌধুরীর ৫৯তম জন্মদিনে ১৩ই জুলাই সোমবার সন্ধ্যায় কেক কেটে জন্মদিন পালন করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।
এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুুদ মাতুব্বর বলেন, শাহাদাব আকবর চৌধুরী লাবু মামা রাজনীতিতে সক্রিয় হবার পর থেকেই এই অঞ্চলে শান্তির বাতাস বইতে শুরু করেছে। লাবু মামার সুদক্ষ নেতৃত্বে সালথা নগরকান্দার আওয়ামীলীগ আজ সুসংঘঠিত ও শক্তিশালী। আমার নেত্রী বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু মামার সুসাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।