গত 26 শে জুলাই প্রকাশিত সংবাদ ভাড়াটিয়া কি আটকে রেখে মারধর করার ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন নারী ভিকটিম ছদ্মনাম (জোসনা)। আশুলিয়া জামগড়া এলাকায় বকুল ভূঁইয়ার ছেলে রনি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার প্রতিবাদ জানিয়েছে রনি ভূঁইয়াসহ এলাকার সচেতন জনগণ।
সামাজিকভাবে এলাকায় সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু লোক ও সাংবাদিক জড়িত আছে বলে দাবি করেছেন রনি ভূঁইয়া। সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকায় বকুল ভূঁইয়া ও রনি ভূঁইয়ার বেশ ভালো সুনাম রয়েছে। তিনি আরো বলেছেন কিছু অসাধু সাংবাদিক তার কাছে বেশ কিছু টাকা দাবি করেছে, টাকা দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন অনলাইন পোর্টালে ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে।