সংঘ’ সাহায্যের এক অঙ্গিকার নিয়ে গড়ে ওঠা সংগঠনটি এক বর্ণাঢ্য অয়োজনের মাধ্যমে তাদের ৪র্থ বর্ষপূর্তি পালন করেছে।
শুক্রবার (১৭জুন) সাভার উপজেলা অডিটোরিয়ামে এই জাঁকজমকপূর্ণ বর্ষপূর্তি অনুষ্ঠানটি উদযাপন করা হয়৷
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল রহমান।
অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদক জয়ী বক্সার মোহাম্মদ আল-আমিন।
এছাড়াও সংঘ সাহায্যের এক অঙ্গীকার এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয় সারা বাংলাদেশের প্রায় ৭০টিরও বেশি সংগঠন।
উক্ত আয়োজন উপস্থিত ছিলো সাভার এবং অত্র বাংলাদেশ অনেক নতুন পুরাতন সেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিবর্গ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলো সংঘের সভাপতি সানি রহমান সাব্বির, কার্যকরী সদস্য মোহাম্মদ সজিব হোসেন, কামরুল হাসান লিমন, রিয়াজুল ইসলাম ইমরুল, আল-আমিন সরকার সহ এই সংগঠনের পরিশ্রমী ও ত্যাগী সদস্যরা।
এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংঘের সভাপতি তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
আয়োজনের প্রধান অতিথি সাভার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব তার বক্তব্যে বলেন, মানবসেবাকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন এবং সংঘের এ যাবতকালের সকল কার্যক্রমে তিনি বিমোহিত। ভবিষ্যতে সংঘ যাতে আরও বিশেষ বিশেষ জনসেবামূলক কাজ করে যেতে পারে সেজন্য তিনি সংঘের সাথে থাকবেন।
এরপর বক্তব্য রাখেন আয়োজনের বিশেষ অতিথি তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। তিনি বলেন সংঘ একটি অত্যন্ত সুগঠিত ও স্বচ্ছ একটি সংগঠন। আমি প্রথম থেকেই এ সংগঠনের বিভিন্ন কার্যক্রম দেখে আসছি। সংগঠনটির সভাপতি ও সদস্যদেরকে আমার আন্তরিক ধন্যবাদ নিঃস্বার্থভাবে সমাজকল্যাণ কার্যক্রম চালিয়ে যাবার জন্য।
সর্বশেষে বক্তব্য রাখেন সংঘের সভাপতি সানি রহমান সাব্বির তিনি প্রথমেই তার সংগঠনের সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
তিনি বলেন, সকলের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফলেই সংঘ সাহায্যের এক অঙ্গিকার সফলভাবে এ পর্যন্ত টিকে আছে। এবং ভবিষ্যতেও একনিষ্ঠ হয়ে সবাই মিলে সংগঠনের কার্যক্রমকে সুপরিসর করার আশাবাদী।