মানিকগঞ্জের সিংগাইরে এন আর কে অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক কতিপয় কুচক্রী মহলের চাঁদা দাবি ও হুমকি ধামকির প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন করেছেন।
আজ বুধবার সকালে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এন আর কে অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কায়সার হামিদ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ আনেন যে, একটি অসাধু ও কুচক্রী মহল রাইস মিলটির যান্ত্রিক ত্রুটির কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল এবং মিথ্যা সংবাদ প্রচার করে। তিনি এই মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি অভিযোগে আরও বলেন এই প্রতিষ্ঠানটির সৃষ্টিলগ্ন থেকে মিথ্যা প্রচারনা চালিয়ে আসছে যা বিগত দিনে দেশবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মিথ্যাও প্রমানিত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি উৎপাদন চলমান আছে প্রায় ২ বছর হতে চলছে, এখনো সেই কুচক্র মহল সক্রিয় আছে কিভাবে প্রতিষ্ঠানটি কে ক্ষতি করে বন্ধ করা যায়।
তার বক্তব্যে তিনি উল্লেখ করে বলেন যে বাংলাদেশের বর্তমান বন্যা-দুর্যোগ মোকাবেলায় জরুরী খাদ্য সরবরাহের লক্ষে সরকার কর্তৃক প্রাপ্ত বরাদ্দকৃত চাউল দ্রুত উৎপাদন চলমান রয়েছে ।সরকারের এই দুর্যোগ মোকাবেলা বাধাগ্রস্থ করার জন্য উক্ত কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে এন.আর.কে অটো রাইস মিল লিমিটেড এর ভিতরে প্রবেশ করে আমাদের নিরাপত্তা কর্মী, লেবার, মিস্ত্রি ও ড্রাইভারদের উপর হাত তুলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ও চাঁদা দাবি করে। অন্যথায় মিলটি বন্ধ করে দেয়ার হুমকি প্রদান করে।
উক্ত সকল অভিযোগের উপর ভিত্তি করে মিলটির ব্যবস্থাপনা পরিচালক আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জরুরি ভাবে ব্যবস্থা নিতে ও এর সুষ্ঠু বিচারের দাবি জানান।