টিকেট কালোবাজারি, ছাদে যাত্রী বহনসহ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে হাইকোর্ট।
আদালত বলেছে, আইনে নিষিদ্ধ থাকলেও রেল কর্মকর্তারা ট্রেনের ছাদে যাত্রী বহনের অনুমতি দেন। এই যাত্রীরা তো আর বিনা পয়সায় ভ্রমণ করে না। যাত্রীদের এই অর্থের ভাগ রেল কর্মকর্তারা পান বলেই ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ করেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ রেল কর্মকর্তাদের উদ্দ্যেশে এ কথা বলেন।
হাইকোর্ট বলেন, ‘রেল সরকারি সম্পত্তি। এই সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার আপনাদের দিয়েছে। কিন্তু এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ না করে রেলওয়েকে গিলে খেতে চাচ্ছেন।’
এ সময় হাইকোর্ট বলেন, ‘আজ থেকে রেলের ছাদে যাত্রী ভ্রমণ নিষিদ্ধ করা হলো। যদি যাত্রী ভ্রমণ করে তাহলে এর পরণতি কি হবে সেটা ঘুর্ণাক্ষরেও কল্পনা করতে পারছেন না।’
এর আগে রেলওয়ের দুই কর্মকর্তা যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এএম সালাহউদ্দীন ও পরিচালক ট্রাফিক (বাণিজ্য) মো. নাহিদ হাসান খানের বক্তব্য শোনে হাইকোর্ট। তাদের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট এ মন্তব্য করেন।