ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদক সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৮০ বতল ফেনসেডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার জুমার খুশকিয়া এলাকার মোঃ আফসার আলীর ছেলে সেলিম রেজা (২২) আরেকজন হলেন ঠাকুগাও জেলার রানীশংকৌ থানার কোচল এলাকার আব্দুল বারেকের মেয়ে সাথী আক্তার বন্যা (২১)।
বুধবার (৩ আগস্ট ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ি ইনচার্জ মো. রাসেল মোল্লা।
এর আগে (২ আগস্ট) সোমবার
গোপন তথ্যের ভিত্তিতে হেমায়েতপুর বাস স্টান্ড থেকে তাদের আটক করে ট্যানারী ফাঁড়ি ইনচার্জ মো. রাসেল মোল্লা। এ সময় অভিযানে তার সাথে উপস্থিত ছিলেন এস আই মৌদুত কামাল।
এ বিষয়ে ট্যানারী ফাঁড়ি ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই। এ সময় তাদের কাছ থেকে ৮০ বতল ফেনসিডিল উদ্ধার করা হয়।