রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

সিরিয়ায় রকেট হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে /

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাবের একটি বাজারে রকেট হামলায় পাঁচ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলাটি হয়।

এর আগে উদ্ধারকারী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেট’ নিহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছিল।

হোয়াইট হেলমেট জানায়, উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার ওই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে।

সিরিয়ায় যুদ্ধা শুরু হওয়ার পর দেশটির আলেপ্পো প্রদেশের আল বাব এলাকাটির নিয়ন্ত্রণ নেয় তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD