শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

আর্থিক টানাপোড়েন, দম্পতির বিষপান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে /

নাটোরের বড়াইগ্রামে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন। এতে স্ত্রীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার হালদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম বীথি খাতুন (২৬), তার স্বামী ফারুক হোসেন (৩৫)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘ফারুক হোসেন দ্বিতীয় স্ত্রী বীথিকে নিয়ে হালদার পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সকালে দু’জন একসঙ্গে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বীথি মারা যান। ফারুক রাজশাহীর নিউ লাইফ ক্লিনিকে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।’

তিনি আরও বলেন, ‘আর্থিক টানাপোড়ন বা পারিবারিক কলহের কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে পারেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। বীথির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD