মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে /

দক্ষিণ কোরিয়ায় টাইফুন হিন্নামোরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

আল জাজিরা ও ম্যানিলা টাইমস জানায়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে আঘাত হানা টাইফুনের কারণে এই সপ্তাহে প্রবল বৃষ্টি হয়। গত সোমবার ও গতকাল মঙ্গলবার বয়ে যাওয়া এ ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেন, হিন্নামোরে শক্তিশালী টাইফুন আগে কখনো হয়নি। বন্যায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার্স হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঝড়ে অন্যতম বিধ্বস্ত বন্দরনগরী পোহাংয়ে ৭টি লাশ ও জীবিত ২ জনকে উদ্ধার করা হয়। বুধবারও উদ্ধার অভিযান চলছে।

টাইফুনের কারণে চার হাজার সাতশ’রও বেশি লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। এতে প্রায় ১২ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া প্রায় ৯০ হাজার বাড়িঘর বিদ্যুবিহীন হয়ে পড়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD