ইতালির পার্লামেন্ট নির্বাচনে দেশটির কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি জয়ী হতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হলে ইতালি প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাবেন। বুথ ফেরত জরিপের ফল ঠিক থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালিতে কট্টর ডানপন্থী সরকার গঠন করতে যাচ্ছেন।গ্রিনিচ সময় গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টায়) ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত ভোট চলে।নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে, আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। বুথ ফেরত জরিপের ফলাফল সেই দিকই ইঙ্গিত করছে। বিভিন্ন জনমত জরিপেও জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টিই এগিয়ে ছিল। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি।
উল্লেখ্য, মেলোনি ‘ঈশ্বর, দেশ ও পরিবার’ এ তিনবস্তুকে এক করেই নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.