কলকাতায় ঘুরতে যাওয়া বাংলাদেশের একঝাঁক তারকা আমন্ত্রণ পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসায়। সেখানে রাতের খাবারের আমন্ত্রণ ছিল তাদের। তারকার বাসায় আড্ডা-গানে প্রাণবন্ত হয়ে ওঠে আমন্ত্রণ পর্বটি। দারুণ মুহূর্ত কাটিয়েছেন তারা।ঢাকার এই শিল্পী-কলাকুশলীদের মধ্যে ছিলেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, পরিচালক সৈয়দ শাওকিসহ আরো অনেকেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে তারকারা প্রসেনজিতের সাথে দারুণ মুহুর্ত কাটানোর কথা জানিয়েছেন। টালিউডের এই সুপারস্টারের সাথে ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘সবার সাথে ছবি তোলা শেষে আমাকে বললেন, চল বাবু… মনের মানুষ এ আমরা যেমন করে গানের সাথে নাচতাম, সে রকম একটা ছবি তুলি।’প্রসেনজিতের সাথে পুরোনো সম্পর্ক তার। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মনের মানুষ’ সিনেমায় একসাথে অভিনয় করেছেন প্রসেনজিৎ-চঞ্চল। গৌতম ঘোষের পরিচালনায় এই সিনেমায় বাউল সম্রাট লালন ফকিরের চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ। আর তার ঘনিষ্ঠ সহচর কালুয়ার চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। সেই সময় থেকেই সম্পর্ক মধুর তাদের। নিয়মিত যোগাযোগও হতো।এদিকে প্রসেনজিতের বাড়িতে এমন আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য চঞ্চল চৌধুরীকে ধন্যবাদ দিয়েছেন বিজরী।আমন্ত্রণ পর্বের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন বিজরী লিখেছেন, ‘একজন শিল্পীর বিনয় তাকে মানুষ হিসেবে অনেক উঁচুতে নিয়ে যায়। সেটি প্রমাণ করেছেন কলকাতার প্রথিতযশা জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বাদা)। তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ও বিনয়ে আমরা মুগ্ধ হলাম।’
‘তিনি রাতের খাবারের আয়োজন করেছিলেন তার বাড়িতে আমাদের জন্য, মানে বাংলাদেশের কিছু শিল্পীর জন্য। চমৎকার সময় আমরা কাটিয়েছি তার বাড়িতে। ভীষণ পরিপাটি এবং শৈল্পিকতার ছোঁয়ায় পরিপূর্ণ এ বাড়িটির রয়েছে ঐতিহাসিক মর্যাদা। দারুণ একটি সময় কাটালাম আমরা।’