বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

পেলেকে টপকে সর্বোচ্চ গোলদাতা মেসি

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে /

পেলেকে টপকে লাতিন আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। দেশের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল ৯০টি। মোখতার দাহারিকে (৮৯) ছাড়িয়ে গেলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল আছে কেবল এখন আলি দাইয়ি (১০৯) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (১১৭)।এদিকে, আজ সকালে জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না মেসি। আর্জেন্টিনার এই তারকা ম্যাচের পূর্বে কিছুটা অসুস্থ থাকায় কোচ স্কালোনি তাকে ৯০ মিনিট খেলাতে চাননি। সেজন্যই একাদশে রাখা হয়নি তাকে। কিন্তু মাঠে আসা ভক্তদের হতাশ করেননি রেকর্ড সাতবারের বর্ষসেরা এই তারকা।মেসিকে বিরতির পর মাঠে নেমেই নিজের ম্যাজিক্যাল পারফর্মেন্স দেখালেন মেসি। বিরতির পর আলভারেজের বদলি হয়েই মাঠে নামেন লিওনেল মেসি। আর শেষ মুহূর্তে তিনি পেয়ে যান জোড়া গোল।

৮৬ মিনিটে প্রথম গোলের পর ৮৯ মিনিটে আরও একটি গোল করেন তিনি। আগের ম্যাচে হুন্ডুরাসের বিপক্ষেও আর্জেন্টিনা জিতেছিল ৩-০ গোলে এবং মেসি করেছিলেন জোড়া গোল। আজকেও তিনি করলেন জোড়া গোল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD