হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মাঝ রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মুম্বইয়ের একটি সংবাদ সংস্থা। সূত্র জানায়, অসুস্থ দীপিকাকে রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয়। চিকিৎসকদের একটি বিশেষ দল তার স্বাস্থ্য পরীক্ষা করেন। আপাতত ওই চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেত্রী। জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ তীব্র শারীরিক অস্বস্তিবোধ করেন অভিনেত্রী। সাথে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। রাতে অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।