চিত্রনায়িকা শবনম বুবলী অবশেষে মা হওয়ার ইঙ্গিত দিলেন। নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা।
যার একটি ছবিতে বেবিবাম্পের পোজ দিয়েছেন এই তারকা। তার পেটটিও সন্তানসম্ভবা দেখাচ্ছে।
ছবির ক্যাপশনে লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। আরও লিখেন,‘আমি আমার জীবনের সঙ্গে।’ক্যাপশন ও ছবি মেলালে বুঝতে বাকি থাকে না, আমেরিকায় মা হওয়ার কথাটি উল্লেখ করেছেন।এদিকে গত কয়েক বছর ধরেই গুঞ্জন- মা হয়েছেন বুবলী। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি আমেরিকা ছিলেন। তখনই মা হন তিনি।
শোনা যায়, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরেই সেসময় সন্তান এসেছে।
এদিকে বিষয়টি নিয়ে বুবলীকে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
অন্যদিকে, সম্প্রতি শাকিব খানের সঙ্গে বুবলীর তিক্ততার কথাও বাতাসে উড়ে বেড়াচ্ছে। সিনেমার তরুণ এক নায়িকাকে নিয়েই তাদের মধ্যে বিরোধ বলে জানিয়েছে তাদের একাধিক ঘনিষ্ঠজন।