মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

কঙ্গোতে মালবাহী ট্রাক উল্টে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে /

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি মালবাহী ট্রাক উল্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে গত সোমবার সন্ধায় লুয়ালাবা প্রদেশের লুবুদি শহরে এ ঘটনা ঘটে।প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় ৯৩ জন যাত্রীসহ পাহাড়ে ওঠার সময় ট্রাকটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩৩ জন ও হাসপাতালে নেওয়ার পর আরেজনের মৃত্যু হয়।স্থানীয় কর্মকর্তা সেলেস্টাইন লুন্দান্ডা পাঙ্গা বলেন, নিহতদের মধ্যে ১৬ জন অপ্রাপ্তবয়স্ক ছিল।তিনি বলেন, আরো ৩৭ জন আহত হয়েছেন। চালকসহ আরো ২২ জন অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।লুন্ডা বলেন, মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং খারাপ রাস্তা এই দুর্ঘটনার জন্য দায়ী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD