মেট্রোরেলের ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে ফের মংলা বন্দরের জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ। গতকাল শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের আট নম্বর জেটিতে আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়ে এমভি। ভেনাস ট্রায়াম্ফ নামের ওই জাহাজ। দ্বাদশ চালানের এই জাহাজে মেট্রোরেলের মেশিনারিজসহ আরো একটি পাওয়ার প্লান্টেরও মেশিনারি পণ্যও রয়েছে বলে জানা গেছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা জানান, আটটি মেট্রো রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রায়াম্ফ। পথিমধ্যে কোরিয়ার মারসান বন্দর থেকে পাওয়ার প্লান্টের মেশিনারি পণ্যও বহন করে নিয়ে আসে জাহাজটি।জাহাজে মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনের পাশাপাশি ৪৪০ মেট্রিক টন ওজনের মেশিনারি ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের ৩৬৭ মেট্রিক টন ওজনের ৭৫টি প্যাকেটে মেশিনারিজ পণ্য নিয়ে ভেনাস ট্রায়াম্ফ জেটিতে ভিড়ে।জাহাজ ভেনাস ট্রায়াম্ফের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে আসা কোচ ও ইঞ্জিন আজ রবিবার সকাল থেকে খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের পরই নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। এর আগে, গত ২২ আগস্ট আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪টি প্যাকেটে মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন মোংলা বন্দরে এসেছিল।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.