রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

মজার সিসিমপুর চলবে আরো পাঁচ বছর

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে /

শিশুদের জনপ্রিয় শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান সিসিমপুর। অনেকের ছোটবেলার মজার স্মৃতির সাথে জড়িত এ অনুষ্ঠান। সম্প্রতি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।২০০৫ সালের ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচার হয়ে আসছে সিসিমপুর। নতুন এক চুক্তি অনুসারে, আরও পাঁচ বছর বিটিভিতে চলবে এই অনুষ্ঠান। টিভির পাশাপাশি এর ডিজিটাল ও বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমও অব্যাহত থাকবে। এর সম্প্রচার ব্যয় বহন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানটি নির্মাণে আর্থিক সহায়তা দেয় ইউএসএআইডি, বাংলাদেশ।উল্লেখ্য, শুধু দেশেই নয়, সিসিমপুর আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছে। ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে অনুষ্ঠানটি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD