সড়ক পথে পদ্মা সেতু হয়ে চতুর্থ বারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে তার ছোট বোন শেখ রেহানাও যাচ্ছেন।আজ শুক্রবার (৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উদ্দেশে যাত্রা করেন।প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, সকাল ৭টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুতে টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করে। এসময় শেখ রেহানা বহরের ১৭টি গাড়ির টোল প্রদান করেন। তারা ৭টা ৪৯ মিনিটে সেতু পার হন।সেতুর সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন তারা। এর আগে সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তারা।এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও আজ টুঙ্গিপাড়া যাবেন। দুপুরে বঙ্গভবন থেকে রওনা হবে তিনি।গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত