আগামী সোমবার (১০ অক্টোবর) দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন ‘মধুমতী সেতু’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন থেকেই সেতুতে গাড়ি চলবে। সেতুটি গোপালগঞ্জ ও নড়াইল সীমান্তের কালনা পয়েন্টে নির্মিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য।তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর একসঙ্গে দুটি সেতুর উদ্বোধন করবেন। সেগুলো হচ্ছে মধুমতী সেতু এবং নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতু। তবে উদ্বোধনের তারিখ নির্ধারিত হলেও সময় এখনও ঠিক হয়নি।”২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর যশোর ও নড়াইলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে কালনা সেতু নিয়ে আগ্রহ বেড়েছে। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার হবে কালনাঘাটের এই মধুমতী সেতু। এই অঞ্চলের মানুষ সেতু উদ্বোধনের জন্য প্রহর গুনছেন।দৃষ্টিনন্দন মধুমতী সেতু দেশের প্রথম ছয় লেনের সেতু। মধুমতী নদীর কালনা পয়েন্টে নির্মাণ করা হয়েছে সেতুটি। সেতুর পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রাম ও পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা কলনা গ্রাম। দুই জেলার সীমান্তে নির্মিত সেতু ঢাকার সঙ্গে অন্তত ১০ জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করবে।জানা গেছে, ইতোমধ্যে মূল সেতু ও সংযোগ সড়কের প্রায় সব কাজ শেষ। সেতুর অর্ধেক অংশে ল্যাম্পপোস্ট বসানো শেষ হয়েছে। টোল প্লাজার বুথ করা হয়েছে আটটি, সেখানে যন্ত্রপাতি বসানোর প্রস্তুতি চলছে। সেতু এলাকায় চলছে নদী শাসনের কাজ।সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১০ জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এই সেতু বেনাপোল বন্দর থেকে ঢাকার দূরত্ব কমাবে ১৩০ কিলোমিটার।