শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

ফের বেড়েছে জ্বালানি তেলের মূল্য

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে /

গত পাঁচ সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে গতকাল শুক্রবার (৭ অক্টোবর)। এদিন তেলের দাম বেড়েছে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের বরাতে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সম্প্রতি ভিয়েনায় এক বৈঠকে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল কম উত্তোলনের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। ২০২০ সালের পর যা সর্বোচ্চ। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার শঙ্কার মধ্যেও এ সিদ্ধান্ত নেয় পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো এবং তাদের মিত্রদের জোট।এছাড়া শিগগিরই রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা কার্যকর হবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমবে। ফলে জ্বালানি পণ্যটির মূল্য বাড়ছে।ওই দিন আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্টের দর বেড়েছে তিন ডলার ৪৮ সেন্ট বা তিন দশমিক সাত শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯৭ ডলার ৯০ সেন্টে।যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বৃদ্ধি পেয়েছে ৪ ডলার ১৮ সেন্ট বা চার দশমিক সাত শতাংশ। ব্যারেলপ্রতি তা বিকিয়েছে ৯২ ডলার ৬৩ সেন্টে।সবমিলিয়ে এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস তেলের মূল্য বাড়ল। সেইসাথে একটানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় আছে জ্বালানি পণ্যটির দাম। আর সার্বিকভাবে গত ৩০ আগস্টের পর উভয় বেঞ্চমার্কের দর সর্বোচ্চ। চলতি সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ১০ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দর বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত মার্চের পর যা সর্বোচ্চ।অয়েল ব্রোকার পিভিএমের স্টিফেন ব্রেননক বলেন, ওপেকের ওই সিদ্ধান্তের পর তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শিগগিরই প্রতি ব্যারেলের মূল্য ১০০ ডলারে পৌঁছে যাবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD