মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

এনআইডির কাজ স্বরাষ্ট্রে যাওয়া নিয়ে যা বললেন ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যাওয়া না যাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এ বিষয়ে আমাদের সময়ে কিছুই হয় নাই। যা কিছু ঘটার আগেই ঘটে গেছে। এটা পুরোপুরিই সরকারের পলিসির ব্যাপার।সোমবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন হয়েছে। এতে বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে থাকা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অধীনে ন্যস্ত হওয়ার কথা বলা হয়েছে। অবশ্য সরকার এর আগেই এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করতে প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়া সরকারের রুলস অব বিজনেসে প্রয়োজনীয় সংশোধনীয় এনেছে। এর চূড়ান্ত ধাপ হিসেবে এখন বিদ্যমান জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিত করে সম্পূর্ণ নতুন করে এ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র ও সেবা সুরক্ষা বিভাগে চলে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে কমিশনার রাশেদা সুলতানা বলেন, কমিশনের আসলে উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। এই প্রক্রিয়া আমাদের সময়ে শুরু হয় নাই। আমরা এন্ডিং অবস্থায় পাচ্ছি। বিষয়টা পুরোটাই সরকারের পলিসির ব্যাপার। আমি বলবো না ভালো হবে বা মন্দ হবে। এ বিষয়টা আমাদের সময়ে কিছুই হয় নাই। যা কিছু ঘটার আগেই ঘটে গেছে।প্রসঙ্গত এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য সরকার বেশ আগেই উদ্যোগ গ্রহণ নেয়। বিগত কে এম নূরুল হুদা কমিশনের বিরোধিতা করে বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছিল। তবে সরকার ‘যৌক্তিক কারণ’ দেখিয়ে তার সিদ্ধান্তে অটল থাকে। এদিকে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। তারা এর বিরোধিতা করে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার স্মারকলিপিও দিয়েছে। বর্তমান কাজী হাবিবুল আউয়ালের কমিশনের কাছেও তারা স্মারকলিপি দিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD