শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

‘অক্টোবরেই চালু হচ্ছে ১০০ সেতু’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৪২ বার পড়া হয়েছে /

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি অক্টোবর মাসে সারাদেশে ১০০টি সেতু চালু করা হবে। এর মধ্যে ৫০টিরও বেশি সেতু চট্টগ্রামে।আজ রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।এসময় তিনি বলেন, এমআরটি লাইন-৬ (ঢাকা মেট্রোরেলের একটি রেলপথ) এর প্রথম ধাপ ও কর্ণফুলী টানেলের এ বছরের শেষে উদ্বোধন করা হবে।ওবায়দুল কাদের বলেন, খাবার নিয়ে বিপদে পড়ার কোনো আশঙ্কা নেই। এরপরও সরকার এ বিষয়ে আগাম সতর্ক আছে।বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতানের সাথে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে, তিনি উল্লেখ করেন।তিনি আরো বলেন, রিজার্ভ যা আছে তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলতে পারবে দেশ। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টাও করা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD