কলোম্বিয়ায় এক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ অক্টোবর) দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতদের সবাই বাসযাত্রী ছিলেন।দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে।হতাহতের সংখ্যা নিশ্চিত করে দেশটির ট্রাফিক পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু ও আট বছরের এক ছেলে শিশু রয়েছে।তদন্তকারীরা ধারণা করছেন, চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি অল্পের জন্য পাহাড়ের খাদে পড়েনি। সড়কের র্যালিংয়ের সাথে ধাক্কা লেগে মহাসড়কের কিনারায় বাসটি আটকে যায়। অন্যথায় নিহতরে সংখ্যা আরো বাড়তে পারতো।প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, অতিরিক্ত গণ-কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ নয় ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।