মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

জাবিতে র‍্যাগিং বন্ধে ছাত্র ইউনিয়নের তিন দফা দাবি

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে /

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে গণরুমে র‍্যাগিং সংস্কৃতি বন্ধ করাসহ তিন দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের নেতৃবৃন্দ।আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সংগঠনের সভাপতি ইমতিয়াজ অর্ণব এবং সাধারণ সম্পাদক অমর্ত্য রায়ের পক্ষে সংগঠনটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।এছাড়াও অন্য দাবিগুলো হচ্ছে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার গঠিত তদন্ত কমিটিকে গেস্টরুমের সিসিটিভি ফুটেজ এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রিপোর্ট প্রদান করা এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা।র‍্যাগিং বন্ধে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রসাশনের উল্লেখ করে যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, ‘সাম্প্রতিক সময়ে তথ্য-প্রমাণসহ র‍্যাগিং-এর বেশ কিছু অভিযোগ সামনে এলেও বরাবরের মতো বেশিরভাগই থেকে যাচ্ছে পক্ষপাতদুষ্টতার আড়ালে। প্রায় ক্ষেত্রেই অভিযুক্তদের ক্ষমতাশীল ছাত্র সংগঠনের সাথে সংশ্লিষ্টতা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাচর্চায় প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পরিপূরকতাকে ইঙ্গিত করে।’নেতৃবৃন্দ আরও বলেন, ‘শতভাগ আবাসিকের তকমা থাকলেও মূলত প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকায় হলে হলে সিট বণ্টনের দায়িত্ব ছাত্রলীগের হওয়ায় সিট পেতে হলে নবীন শিক্ষার্থীদের নিপীড়ন সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না। প্রশাসনের চিরায়ত নির্লিপ্ত অবস্থানের কারণে র‍্যাগিং এর ফলে মানসিক ভারসাম্য হারানো, গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি এসকল কালিমায় বিশ্ববিদ্যালয় আজ কলুষিত।’উল্লেখ্য, মঙ্গলবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে র‌্যাগিংয়ের একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, হলটির দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছেন। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে সংশ্লিষ্ট হল প্রশাসন। ঘটনা তদন্ত করে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এজহারুল ইসলাম।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD