মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

আকিকা নবজাতক শিশুর অধিকার

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৭৯ বার পড়া হয়েছে /

আকিকা শিশুর অধিকার। নবজাতক শিশুর জন্য আকিকা খুব গুরুত্বপূর্ণ। আকিকার ফজিলতের বরকতে নবজাতক শিশুর বালা-মুসিবত দূর হয়ে যায়। নবজাতক শিশুর শুকরিয়া আদায়ের নিদর্শন হিসেবে বাবা-মাকে আকিকা করতে হয়। ছেলে বা মেয়ে সন্তান উভয়ের জন্য আকিকা করতে হবে।আকিকা করা মুস্তাহাব। হাদিস শরিফে আকিকা করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। সন্তানের আকিকা করা পিতার দায়িত্ব; কেননা সন্তানের ভরণপোষণের দায়িত্ব যার ওপর, শরিয়ত তাকেই আকিকা করার নির্দেশ দিয়েছে। অবশ্য পিতার অনুমতিক্রমে নানা নাতির আকিকা করলে তা সহিহ হবে। ছেলের আকিকার জন্য দুটি ছাগল দেওয়া উত্তম।আকিকার সময়: নবজাতক ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা উত্তম। হজরত রাসূল সা: নিজে সপ্তম দিনে আকিকা করেছেন। যদি কোনো কারণে সপ্তম দিনে আকিকা করা সম্ভব না হয়, তাহলে চতুর্দশতম দিনে আকিকা করতে হয়। তাও সম্ভব না হলে, একবিংশতম দিনে আকিকা করতে হয়। তাও সম্ভব না হলে, অন্য যেকোনো দিনে আদায় করে নিতে হবে। হজরত সামুরা ইবনে জুনদুব রা: থেকে বর্ণিত হয়েছে, হজরত রাসূল সা: ইরশাদ করেছেন, ‘প্রত্যেক শিশু তার আকিকার বিনিময়ে বন্ধকস্বরূপ। কাজেই সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করবে এবং তারা মাথা মুণ্ডন করে নাম রাখবে’ (সুনানে আবু দাউদ : ২/৩৯২)।আয়েশা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, রাসুল (সা.) ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল দেওয়ার নির্দেশ দিয়েছেন (তিরমিজি : ১৫১৩)।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD