ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় গাছ ও ঘর চাপায় এবং পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুরের মাছ।ভোলা সদর উপজেলার ধনিয়ায় গাছ চাপায় মফিজুল ইসলাম নামে এক যুবক এবং দৌলতখানে ঘর চাপায় খাদিজা বেগম নামে এক বৃদ্ধা, লালমোহনে পানিতে ডুবে রাবেয়া নামে এক নারী ও চরফ্যাশনে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গাছ চাপায় মনির খন্দকার নামে একজন মারা যান।সব মিলিয়ে ভোলা জেলায় এই ঝড়ের তাণ্ডবে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।এছাড়া বহু জায়গায় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।ভোলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।