আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ কারও আন্দোলনে বাধা দিচ্ছে না, তবে বিএনপির অতীত কাজের জন্য বাস মালিকরা ধর্মঘট ডাকেন।আজ শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১১ নভেম্বর যুবলীগের সমাবেশ ঘিরে মাঠ পরিদর্শনকালে একথা বলেন তিনি।এসময় তিনি বলেন, বিএনপিকে আন্দোলন সংগ্রামে স্বাগতম, তবে আন্দোলনের নামে লাঠি নিয়ে আসা যাবে না।বিএনপি শিষ্টাচারের রাজনীতি বোঝে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। এসময় দলটির কেন্দ্রীয় নেতা মির্জা আজমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।