রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

বিএনপির গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘটের হুমকি ফরিদপুরে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে /

ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে এবার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তাদের দাবি, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ না করা হলে ১১ নভেম্বর সকাল থেকে ১২ নভেম্বর রাত ৮টা পর্যন্ত সব প্রকার পরিবহন চলাচল বন্ধ রাখা হবে।আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।এদিকে বিএনপি নেতারা বলছেন, সমাবেশে নেতাকর্মীদের জনস্রোত ঠেকাতে সরকারের ইন্ধনে পরিবহন ধর্মঘট ডেকেছে কতিপয় মালিক-শ্রমিক নেতারা। দলের স্থানীয় নেতারা বলছেন, তারা আগেই জানতেন, গণসমাবেশে নেতাকর্মীদের এবার ফরিদপুরে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের হুমকি আসা ঠেকাতে বাস বন্ধ করে দেওয়া হবে। তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে সোমবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের হাতে চিঠি তুলে দেন ফরিদপুর জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ঢাকা বিভাগীয় কমিশনার বরাবরও এই চিঠি দেওয়া হয়।ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মহাসড়কে অবৈধ যান চলাচলের কারণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ঘটছে। এমতাবস্থায় যাত্রীদের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের জন্য ১০ নভেম্বরের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। না হলে ১১ নভেম্বর সকাল ৬টা থেকে ১২ নভেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর জেলা বাস টার্মিনাল থেকে আঞ্চলিক বাস ও মিনিবাসসহ দূরপাল্লার পরিবহনের সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে।বিএনপির সমাবেশের আগে এসে অবৈধ যান নিয়ে সোচ্চার হওয়ার বিষয়ে জানতে চাইলে ঐক্য পরিষদের সহ-সভাপতি জোবায়ের জাকির বলেন, ‘বিএনপির গণসমাবেশের সঙ্গে তাদের কর্মসূচির সম্পর্ক নেই। তবে কাকতালীয়ভাবে বিষয়টি মিলে গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD