
লক্ষ্মীপুরে পৃথক দুটি হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের যুবলীগের নেতা আবদুল হান্নান সুমন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এসময় মামলায় ঘটনার সত্যতা প্রমাণিত না হওয়ায় মানিক এলাহী বাবুলকে বেকশুর খালাস দেন আদালত।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার দত্তপাড়া এলাকার কাউছার, খোরশেদ আলম, কালা শাহাদাত, দক্ষিণ মাগুরী এলাকার সোহাগ, সোহেল রানা ও রাব্বী। এদিকে একই উপজেলার গণেশ শ্যামপুর এলাকার হানিফ হত্যা মামলায় গণেশ শ্যামপুর এলাকার দিদার হোসেন ও দেবীনগর এলাকার ওমর ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।মামলা সূত্র জানায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর সকালে যুবলীগ নেতা আবদুল হান্নানকে দত্তপাড়ার পূর্ব বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন সুমনের মা সুফিয়া বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।অন্যদিকে একই উপজেলার গণেশ শ্যামপুর এলাকায় ২০১৫ সালের ৭ এপ্রিল সন্ধ্যায় হানিফ নামে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন নিহতের বোন মনোয়ারা বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।