ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, ওটিটি’র মাধ্যমে নজর কেড়েছেন সবার। এবার বড়পর্দায় পা রাখছেন, তাও আবার ওপার বাংলায়। সবকিছু ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আরও এক পৃথিবী’। অতনু ঘোষের পরিচালনায় চলচ্চিত্রটিতে ফারিণ অভিনয় করেছেন ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে। এর আগে, গত মে মাসে যুক্তরাজ্যের লন্ডনে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেন ফারিণ।সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘আরও এক পৃথিবী’র পোস্টার। পরিচালক অতনু ঘোষ ফেসবুকে তা পোস্ট করে লিখেন, ‘লন্ডনের মাটিতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ—খোদ ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, অ্যারাবিয়ান, কোরিয়ান, চাইনিজ, রাশিয়ান…আর চারজন ভারতীয়, বাঙালি! তারা চেনা হয়েও অচেনা! তাদের মনের গভীরে এমন কিছু ডিজায়ার ও সিক্রেট রয়েছে, যার নাগাল পাওয়া ভার! যাহোক, আপাতত প্রাথমিক পরিচয়পর্ব।’‘আরও এক পৃথিবী’তে ফারিণ ছাড়া আরো আছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোস ও সাহেব চ্যাটার্জি।এদিকে ঢাকাই চলচ্চিত্রে কাজ শুরু করেছেন ফারিণ। নাম ‘দাহকাল’ বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘দাহকাল মূলত একটি ওয়েব ফিল্ম। সিনেমা হলে প্রদর্শনের জন্য নির্মিত হচ্ছে না। ফেস্টিভ্যালের উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে। পরবর্তী সময়ে ওটিটিতে রিলিজ দেওয়া হবে। আমার সঙ্গে এভাবেই চুক্তি করা হয়েছে।’পাঁচ বছর আগে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবেই নির্মাণের কথা ছিল ‘দাহকাল’। এমনটা জানিয়েছেন ফারিণ বলেন, ‘পাঁচ বছর আগে ‘দাহকাল’-এর কিছু অংশের শুটিং হয়েছিল। এই সিনেমা দিয়ে আমার অভিনয় ক্যারিয়ার শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে তখন আর কাজটি কমপ্লিট করা সম্ভব হয়নি। এখন আবার শুরু হয়েছে কাজটি। তবে গল্পটা আমূল বদলে গেছে। নতুন গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি।‘দাহকাল’-এ একটি বিজ্ঞাপন এজেন্সির মডেলের চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সেই এজেন্সির মালিকের চরিত্রে থাকছেন মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী পান্থ কানাই। সংগীতে তিন দশকের বেশি সময় পার করা পান্থ কানাই এবারই প্রথম অভিনয় করছেন।