দুবাই থেকে দেশে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।আজ (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।প্রতিবেদনে আরো বলা হয়, এ খবরটির বিস্তারিত তথ্য এখনো মেলেনি।উল্লেখ্য, কিছুদিন আগেই জন্মদিন পালন করেন শাহরুখ। ব্যবসায়িক কাজে তিনি দুবাই ছিলেন। সেখান থেকেই কাজ সেরে ফিরছিলেন দেশে।শাহরুখ খানের আটকের খবর প্রকাশ হতেই বলিউডে হইচই পড়ে গেছে।এর আগে গেল বছরের অক্টোবরে আটক হন শাহরুখপুত্র আরিয়ান। তাকে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আটক করেছিল দেশটির গোয়েন্দা পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান।