ঘূর্ণিঝড় সিত্রাংয়ের শেষ হতে না হতেই চলতি মাসে বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।। তবে সেটি মাসের কবে নাগাদ তৈরি হতে পারে বা ঝড়ের সম্ভাব্য গতিপথ কী, সে সম্পর্কে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।নভেম্বরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বঙ্গোপসাগরে এখন একটি লঘুচাপ আছে, যেটির অবস্থান এখন শ্রীলঙ্কার উপকূলে। এর প্রভাব পড়বে না বাংলাদেশে।কিছু দিনের মধ্যে আন্দামান সাগরে আর একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, লঘুচাপটি আন্দামানের আশেপাশেই হবে। এটা চার পাঁচ দিন অথবা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তৈরি হবে।অক্টোবরের শুরুতেই আবহাওয়া অধিদপ্তরের তিন মাস মেয়াদি পূর্বাভাসে অক্টোবরের সিত্রাংয়ের সম্ভাবনার কথা জানানো হয়। বঙ্গোপসাগরে এখন যে লঘুচাপটি আছে, সেটির প্রভাব এই অঞ্চলে না থাকলেও আর একটা লঘুচাপ কিছু দিনের মধ্যেই তৈরি হবে।