শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

বরুণ ধাওয়ানের হাতে পুতুল ধরিয়ে কী ইঙ্গিত দিলেন সালমান?

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে /

বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। ২০১২ সালে হিন্দি সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এ অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। জয় করেছেন হাজারো দর্শকের মন। ২০২১-এর জানুয়ারিতে নাতাশার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ।বর্তমানে বরুণ ধাওয়ান-কৃতি শ্যানন এখন ব্যস্ত সময় পার করছেন তাদের নতুন সিনেমা ‘ভেড়িয়া’র প্রচারণায়। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।‘বিগ বস ১৬’-র মঞ্চেও সিনেমার প্রচার করতে এসেছিলেন তারা। তবে সঞ্চালক সালমান খান যখন প্রপ হিসাবে বরুণের হাতে একটা পুতুল তুলে দিলেন তখনই জল্পনা শুরু। বরুণের হাতে পুতুল তুলে দিয়ে সালমান তাকে বলেন, এটা বাচ্চার জন্য। আর এতেই গুঞ্জন শুরু- তাহলে কি বাবা হতে চলেছেন বরুণ? হাতে পুতুল নিয়ে বরুণ জবাব দেন সালমানকে- আমার এখনও বাচ্চা হয়নি। সালমান আবার মজা করে বলেন, যদি খেলনা আসে, বাচ্চাও তাড়াতাড়ি ঘরে আসবে।বলিউডের ‘ভাইজান’ কি তা হলে আগাম সুখবরের ইঙ্গিত দিয়ে রাখলেন ছোটপর্দায়? এর আগে বিগ বসের মঞ্চেই সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।‘ভেড়িয়া’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ নভেম্বর। ভৌতিক কমেডিতে বরুণ আর কৃতি থাকছেন মূল ভূমিকায়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD