মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে /

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার (১৯ নভেম্বর)। সমাবেশস্থল শহরের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর বিএনপি নেতাকর্মীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। এদিকে নানা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। তাতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।উল্লেখ্য, পরিবহন ধর্মঘটের বাধা এড়াতে দু’দিন আগে থেকেই সিলেটে জড়ো হয়েছেন আশপাশের জেলার নেতাকর্মীরা। সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এসময় নেতাকর্মীরা বলেন, কোনো বাধাতেই জনস্রোত ঠেকানো যাবে না।অন্যদিকে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধসহ প্রশাসনের হয়রানি বন্ধের দাবিতে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট।এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। বাস না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ গন্তব্যে যেতে বিকল্প যানবাহনে খরচ করছেন বাড়তি ভাড়া।সিলেট জেলায় আজ শনিবার পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। চলছে না ঢাকামুখী বাস।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD