কাতার বিশ্বকাপে শিরোপা প্রত্যাশী দলগুলোর মধ্যে উপরের দিকেই রয়েছে আর্জেন্টিনা। এই দলের দুজনই দলের প্রাণভোমরা হিসেবে বিবেচিত। তাদের ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে লাতিন আমেরিকান দেশটি। কিন্তু সেই তাদের ঘিরেই মরুর বুকে গুঞ্জন। লিওনেল মেসি আর অ্যাঞ্জেল ডি মারিয়া কি সুস্থ নন? নাকি বিশ্বকাপে নামবেন বলে বিশ্রাম নিচ্ছেন?বিশ্বকাপের দেশ কাতারে আর্জেন্টাইন দল চলে এসেছে দিন-দুয়েক আগেই। কিন্তু গত শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে দুই তারকাকে ছাড়াই অনুশীলন করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলেও অনুশীলন করেননি মেসি। সতীর্থদের সঙ্গে মাঠে এসে কিছুক্ষণ শুধু হেঁটেছিলেন। তাইতো গুঞ্জন ছড়াল মেসি ঠিকঠাক আছেন তো?গত শুক্রবার আর্জেন্টিনার সাংবাদিকরাও খুঁজে পাচ্ছিলেন না মেসিকে। উত্তর মিলছিল না তিনি কোথায়। অবশ্য কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠটি অনুশীলনের জন্য প্রস্তুত কি না এই প্রশ্নও আছে। আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘নিরাপদ রাখতেই তাদের অনুশীলনে রাখা হয়নি। এই শক্ত মাঠে অনুশীলন করলে ফুটবলারদের চোট লাগার আশঙ্কা রয়েছে। তাই পানি দেওয়া হচ্ছে যাতে মাটিটা একটু নরম হয়। মেসিরা টানা ম্যাচ খেলে ক্লান্ত। তাদের সুরক্ষার কথা ভেবেই পানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ তার মানে ক্লান্তি থেকেই অনুশীলনে ছিলেন না মেসি।অনুশীলনে ছিলেন না ডি মারিয়াও। দেখা যায়নি লিসান্দ্রো মার্তিনেসকেও। এখন প্রশ্ন হচ্ছে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কি খেলতে পারবেন তারা? আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের একজন বললেন, ‘মেসির অবশ্য কোনও সমস্যা নেই। ও সম্পূর্ণ সুস্থ। ক্লান্ত বলে বিশ্রাম নিচ্ছেন।’ সব ঠিক থাকলে দ্রুতই হয়তো মাঠে নামবেন মেসি। মারিয়ারও সমস্যা নেই। আর্জেন্টিনা দলের এক কর্মকর্তা বলছিলেন,‘সব ঠিক আছে। আমাদের দলে কোনও সমস্যা নেই। এখন একটু ব্যস্ত রয়েছি, পরে এনিয়ে কথা হবে।’ তার মানে বিশ্বকাপের আগে বেশ রাখঢাকই করছেন তারা!