বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

তেঁতুলঝোড়ায় ইউনিয়ন উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে /

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২১ নভেম্বর) ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।সমন্বয় সভাটি পরিচালনা করেন ইউপি সচিব মীর আব্দুল বারেক।এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন দ্বার দিয়েছেন। এখন আমাদের ইউনিয়ন পর্যায়ের সকলকে সুপরিসর পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে যাতে এলাকার মানুষের জীবনযাপনের জন্য একটি সুন্দর পরিবেশ উপহার দেয়া যায়।উক্ত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প সমন্ধয়কারী সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল হক, উপসহকারী কমিউনিটি স্বাস্থ্যকর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড এসিস্ট্যান্ট মৎস্য অধিদপ্তরের হারুন অর রশিদ, আনসার ও বিডিপির দলনেতা সহ ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল, আলমাস উদ্দিন।এছাড়ও এসময় উপস্থিত ছিলেন,সংরক্ষিত আসনের মহিলা মেম্বারসহ রাজনৈতিক নেতাকর্মী স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD