চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ১০৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১০৮ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ১৭৬ কোটি ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। তারপরেও রেমিট্যান্সের গতি মন্থর বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। প্রবাসী আয়ে ভাটা ও ব্যাংকের ওপর অনাস্থার কারণে রেমিট্যান্সের গতি মন্থর হচ্ছে বলে মনে করছেন তারা।গতকাল রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।রেমিট্যান্সের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ মার্কিন ডলার, আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৩৯ লাখ মার্কিন ডলার।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.