ভারতের বিহারে ধর্মীয় এক শোভাযাত্রায় দ্রুতগামী ট্রাকের আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে।গতকাল রবিবার (২০ নভেম্বর) রাতে রাজ্যের বৈশালী জেলায় এ দুর্ঘটনা ঘটে।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় গতকাল রবিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। এরই একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসাথে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।