ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরের কৃষক পর্যায়ে ধান,গম, পাট বীজ উৎপাদন ও সংরক্ষণ- প্রকল্পের আওতায় বাস্তবায়িত আউশ প্রদর্শনীয় মাঠ দিবস পালিত হয়।আজ রবিবার (২৭ নভেম্বর) সকালে আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি হাওলাদার বাড়িতে এই দিবসটি পালন করা হয়।উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা কৃষি অফিসার রিয়াজ উল্লাহ বাহাদুর , এস এসিপি প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ওমর ফারুক, সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম, এসএপিপিও উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ জালাল হোসেন , লিড ফার্মার মোঃরাজিব হাওলাদার প্রমুখ।