শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি আশুলিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭টি গাছের চারা রোপণ অটিজম শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ব্যাংকার স্বামীর বিরুদ্ধে প্রকল্প হস্তান্তর: গ্রাহকদের প্রশংসায় ভাসল ‘রূপায়ণ হাউজিং এস্টেট’ আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে হাফিজ নাজনীন ফাউন্ডেশন আ.লীগের বডি ল্যাঙ্গুয়েজ সন্ত্রাসীদের মতো: ফখরুল

‘ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে’ সম্মাননা পদক পেলেন সাংবাদিক ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে / ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সাভারে নিজের জীবন ঝুঁকিতে রেখে অপরাধীদের বিরুদ্ধে একাধিক আলোচিত অনুসন্ধানী প্রতিবেদনসহ সাহসী, সত্য ও বস্তুনিষ্ঠ নির্ভীক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ‘সম্মাননা স্মারক’ পেলেন গণকন্ঠ পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক এবং বাংলাদেশ প্রেসক্লাবের সাভার উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক।

বাংলাদেশ ভারত কুটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আলোচনা সভা,গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সাংবাদিক ওমর ফারুকের হাতে এ ‘সম্মাননা স্মারক’ তুলে দেন অতিথিবৃন্দ।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে এ মৈত্রী উৎসবের আয়োজন করা হয়।

এ সময় সাবেক তথ্য সচিব ও শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মাগুর্ব মোর্শেদর সভাপতিত্বে মৈত্রী উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ডা. মোঃ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের নির্বাহী সভাপতি শাহরিয়ার হোসেন রুবেল, ৭১ ভিশন মিডিয়ার সিইও, শেরে বাংলা একে ফজলুল হক গবেষনার মহা সচিব মোঃ আর কে রিপন প্রমুখ।

মফস্বল সাংবাদিকতার জগতে অক্লান্ত পরিশ্রম করে জায়গা করে নিয়েছেন ওমর ফারুক। মাদক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় মাদক চোরাকারবারিসহ দুর্নীতিবাজ ও অপরাধীদের একাধিকবার হত্যাচেষ্টা থেকে প্রাণে রক্ষা পান তিনি।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, মফস্বলে শত বাঁধা ডিঙিয়ে অপরাধীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিরপেক্ষ ও নির্ভীক সাংবাদিকতা করে যাচ্ছেন ওমর ফারুক।

এছাড়াও মোঃ ওমর ফারুক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা ও বিভিন্ন উপজেলার সামাজিক সংগঠন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে একাধিকবার তিনি সম্মাননায় ভূষিত হয়েছেন।

মোঃ ওমর ফারুক বলেন, নিজের ভালো কাজের সামাজিক স্বীকৃতি পেলে আত্মবিশ্বাস বেড়ে যায় । এ রকম স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে প্রেরণা জোগায়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD