বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

আশুলিয়ায় ডিবির হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে /

সাভারের আশুলিয়ায় ৩০০ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার (১২ই ডিসেম্বর ) ঢাকা উত্তরের ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম বিপ্লব দুপুরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।জানা যায়, রবিবার ১১ই ডিসেম্বর দিবাগত রাতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক (এস আই)শেখ ফরিদ ও উপ-পরিদর্শক (এস আই) জহিরুল ইসলামের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন আশুলিয়া গাজীরচট এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে মোঃ রনি (৩৩),জামালপুর জেলার সদর থানার মোঃ দুলাল মিয়ার ছেলে আনিসুর ইসলাম (৩২),ঝিনাইদহ জেলার মহেষপুর থানার শেখ সিরাজুল ইসলামের ছেলে মোঃ সেলিম রেজা( ২৭)।এরা আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব‍্যবসা পরিচালনা করে আসছিল।এ ব‍্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি)রিয়াজুল ইসলাম বিপ্লব জানান,আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD