মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

সাভারে ছিনতাইকারীর আক্রমণে গুরুতর আহত ৩

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে /

সাভারের ভাকুর্তা ইউনিয়ন ছিনতাইকারীর আক্রমণে তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের সেলাইমার্কেট এলাকায় ভূক্তভোগীদের কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভুক্তভোগীরা জানায়,রাতে প্রতিষ্ঠানে কাজ শেষ করে ব্যবসার জন্য রাখা দুই লক্ষ ৮৩ হাজার টাকা নিয়ে সবুজ ও আলামিন নামের দুই যুবক বাসায় ফিরছিলেন। এসময় ওই এলাকার পেশাদার অপরাধী ইয়াছিন ও তার লোকজন ওই দুই যুবককে ধরে কুপিয়ে জখম করে নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়। পরে এঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।এরপর আজ দুপুরে ভুক্তভোগীর পক্ষে ইয়াছিন নামের ওই অপরাধীর বাসায় মীমাংসার উদ্দেশ্যে শাহ আলী নামের এক ব্যক্তি দুই যুবককে নিয়ে যান। এসময় টাকা ছিনতাইয়ের প্রতিবাদ করলে ইয়াছিন ও তার লোকজন শাহ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মোবাইল ফোন লুটে নেয়। ছিনতাইয়ের ভুক্তভোগী দুই যুবক বাধা দিলে দুর্বৃত্তরা তাদেরকেও কুপিয়ে জখম করে।এর পর স্থানীয়রা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এস আই আসওয়াদুর বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD