শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে /

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার এবং পরিচালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক অপু উকিল।সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সম্মেলনস্থল। গত দুই দশকে বাংলাদেশ যুব মহিলা লীগের দুবার সম্মেলন হলেও হয়নি শীর্ষ নেতৃত্বের কোনো পরিবর্তন।২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালে সাবেক ছাত্রলীগ নেত্রীদের নিয়ে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।ওই কমিটিতে বর্তমান সভাপতি নাজমা আক্তার আহ্বায়ক ছিলেন। অপু উকিল ছিলেন যুগ্ম আহ্বায়ক। ২০০৪ সালে যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নাজমা সভাপতি ও অপু সাধারণ সম্পাদক হন।তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ১৩ বছর পর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ১১ মার্চ সম্মেলনেও নাজমা সভাপতি ও অপু সাধারণ সম্পাদক পদে পুনরায় বহাল থাকেন। দীর্ঘ ২০ বছর এ দুজনের হাতেই সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD