রাজধানীতে শীতের তীব্রতা নেই বললেই চলে। তবে গত কয়েকদিন ধরে ভোর রাত থেকে বাড়ছে কুয়াশা। সেই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশা দেখা গেছে রাজধানীর আকাশজুড়ে।সরেজিমনে দেখা যায়, সকাল ১০টার সময়ও কুয়াশার আড়াল থেকে সূর্য উঁকি দিচ্ছে। বাধ্য হয়েই সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন।আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, রাজধানীর আকাশে স্বাভাবিকভাবেই ধুলা ও ধোঁয়া বেশি। এজন্য কুয়াশাকে অনেক বেশি ঘন মনে হচ্ছে। কিন্তু প্রকৃত ঘন কুয়াশা হলে গাছের পাতায় পানি পড়ে ও স্যাঁতসেঁতে ভাব থাকে। কিন্তু এই কুয়াশা ঘন নয়।তিনি বলেন, কুয়াশা আরো দুদিন থাকতে পারে। এটি কেটে গেলে ঢাকায় শীত কিছুটা বাড়বে। তবে দেশের অন্যান্য এলাকায় এখনই শীতের তীব্রতা দেখা দিয়েছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন দেশজুড়ে শীতের তীব্রতা বাড়বে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।তবে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে এ সময়ে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে গত এক দিনে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে।